ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


৫ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ


১৭ সেপ্টেম্বর ২০১৮ ১৮:১১

ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি

যশোরের বেনাপোল থেকে বিপুল পরিমান ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি সদস্যরা।

সোমবার (১৭ সেপ্টেম্বর) সকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এসব চোরাই পণ্য জব্দ করেছে । জব্দকৃত এসব মালামালের মূল্য ৫ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বেনাপোল বিজিবি ক্যাম্পের নায়েক মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভবারবের সীমান্ত পার হয়ে রেল স্টেশনের পাশে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়। এ সময় চোরাকারবারীরা মালামাল ফেলে পালিয়ে যায়।

পরে সেখান থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রিপিস, লেহেঙ্গা, ফেসওয়াশ, শম্পাপড়ি ও আতশবাজি কাম্পে আনা হয়।

এসএমএন