ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


যমুনার তীরে বাঁধ ভাঙ্গনের আতঙ্ক


১৭ সেপ্টেম্বর ২০১৮ ১৭:৪৮

জামালপুরে যমুনার তীরে বাঁধ ভাঙ্গন

জামালপুরের ইসলামপুরে যমুনার তীর সংরক্ষণ উলিয়া বাজার রক্ষা বাঁধে ভাঙ্গন দেখা দিয়েছে। এতে হুমকির মুখে পড়েছে উলিয়া বাজারসহ ৭ শিক্ষা প্রতিষ্ঠান।

প্রভাবশালীদের অতিরিক্ত অবৈধ বালু উত্তোলনকেই দায়ী করেছে এলাকাবাসী। এদিকে বাঁধ ভাঙ্গন দেখা দেওয়াতে আতঙ্কে রয়েছে উলিয়া বাজারের ব্যবসায়ীসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা।

জানা যায়, উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের গুরুত্বপূর্ণ ব্যবসা কেন্দ্র উলিয়া বাজার, ঐতিহ্যবাহী এএম উচ্চ বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ৭টি শিক্ষা প্রতিষ্ঠান। শত শত ঘরবাড়ি, ফসলী জমি ও সরকারি-বেসরকারি স্থাপনা যমুনা ভাঙন থেকে রক্ষার জন্য প্রায় শত কোটি টাকা ব্যয়ে উলিয়া বাজার রক্ষায় বাঁধটি নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড।

এ ছাড়া পরিবেশ মন্ত্রণালয়ের অর্থায়নে নির্মিত বাঁশের পাইলিংটিও ভেঙে যাচ্ছে।
যমুনার পানি বৃদ্ধির সাথে বাঁধের একধিক স্থানে ভাঙ্গন দেখা দেওয়ায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।


এসএমএন