অপহরন করে অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষন

বরগুনার আমতলী এলাকায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ উঠেছে মেহেদী হাসান (২৫) ও লিটন (২৪) নামে দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় প্রধান অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে আমতলীর গোছখালী গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। মেহেদী বাগেরহাটের মো. আব্দুল জলিলের ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, ওই স্কুলছাত্রীর সঙ্গে পটুয়াখালীর কলাপাড়ার শ্রমিক মেহেদী হাসানের মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক তৈরী হয়।
৩ সেপ্টেম্বর সকালে মেহেদী হাসান তার কয়েকজন বন্ধুর সহায়তায় গোছখালী গ্রামের জব্বার পঞ্চায়েতের বাড়ির সামনে থেকে ওই ছাত্রীকে অপহরণ করে। পরে তাকে কলাপাড়ার একটি ভাড়া বাসায় ১১ দিন আটকে রেখে ধর্ষণ করে।
মেহেদী হাসান গতকাল রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে ওই ছাত্রীকে তাঁর বাড়ি পৌঁছে দেওয়ার জন্য উত্তর গোছখালী গ্রামে নিয়ে আসে। এ সময় খবর পেয়ে আমতলী থানা পুলিশের একটি দল ধর্ষক মেহেদী হাসান ও তার সহযোগী মুন্নাকে আটক করে।
এ ঘটনায় নির্যাতিত ছাত্রীর বাবা বাদী হয়ে আমতলী থানায় নারী ও শিশু নির্যাতনের অভিযোগে একটি মামলা করেছেন।
এ ব্যাপারে আমতলী থানার ওসি আলাউদ্দিন মিলন জানান, স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। এক সহযোগীসহ মামলার প্রধান আসামি মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়েছে।
আরআইএস