রমন স্পেকট্রোমিটার যন্ত্রের উদ্বোধন

যশোরের বেনাপোলে রাসায়নিক পরীক্ষা জন্য রমন স্পেকট্রোমিটার যন্ত্রের শুভ উদ্বোধন।
রোববার (১৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫ টার সময় যশোরের বেনাপোল কাস্টমস স্বল্প সময়ের মধ্যে রাসায়নিক পরীক্ষার জন্য রমন স্পেকট্রোমিটার যন্ত্রের উদ্বোধন করেন বেনাপোল কাস্টমস কমিশনার বেলাল হোসেন চৌধুরী।
এই যন্ত্রটি ভারতীয় বিজ্ঞানী শ্রী চন্দ্রশেখর রমন এর উদ্ভাবক। এটির মাধ্যমে পণ্যের জেনেরিক নাম ও গঠন বলে দেয়। মাত্র ৩০ সেকেন্ডে রাসায়নিক পরীক্ষা হয় প্রায় ১৩ হাজার তরর ও কঠিন পদার্থের পরীক্ষা করা সম্ভব বলেন কাস্টমস কমিশনার জানান ।
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন, বেনাপোল কাস্টমস্ হাউজের অতিরিক্ত কমিশনার জাকির হোসেন, যুগ্ন কমিশনার শাকিলা পারভিন, এসি জাকির হোসেন,সিএন্ডএফ এজেন্টের সকল কর্মচারী কর্মকর্তাগণ, সীমান্ত প্রেসকাব বেনাপোলের সভাপতি মোঃ সাহিদুল ইসলাম শাহীন, সাধারণ সম্পাদক আয়ুব হোসেন, প্রচার সম্পাদক রাসেল ইসলাম, সেন্টু, সেলিম তাজ, সাগর হোসেনসহ গণমাধ্যম কর্মীবৃন্দ।
এসএমএন