ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


মেয়ের গায়ে হলুদ, মায়ের মৃত্যু


১৭ সেপ্টেম্বর ২০১৮ ১৫:৪৫

মেয়ের গায়ে হলুদ অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিবি হাজেরা (৪৪) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

রোববার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর এলাকায় মিয়াজী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

বিবি হাজেরা ৩ ছেলে এবং ২ মেয়ের জননী।

স্থানীয়রা জানান, সোমবার নূর নবীর ছোট মেয়ের বিয়ের দিন ঠিক করা হয়। এ উপলক্ষে রোববার সন্ধ্যায় গায়ে হলুদ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যা থেকে অনুষ্ঠানের বিভিন্ন কাজ করছিলেন তিনি।

একপর্যায়ে অসাবধানতাবশত ঘরের বিদুৎতের তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

এসএমএন