ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


জামিন পেয়েই ছিনতাই শুরু


১৭ সেপ্টেম্বর ২০১৮ ১৫:২৭

চট্টগ্রাম কারাগার থেকে বের হয়েই ছিনতাই শুরু করেছে সংঘবদ্ধ নারী ছিনতাইকারী চক্রের এক সদস্য।

রোববার (১৬ সেপ্টেম্বর) নগরীর কাজীর দেউড়ি এলাকা থেকে নাজমা বেগম (৩৫) নামের ওই নারীকে ধরে পুলিশে দিয়েছে জনতা। জানা যায় ওই নারী ছিনতাইকরী ২২ দিন কারাগারে ছিলেন।

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, “কাজীর দেউড়ি এলাকা থেকে এক টেম্পোযাত্রীর কাছ থেকে সোনার হার ছিনতাই কালে ওই যাত্রী চিৎকার করলে স্থানীয়রা নাজমাকে ধরে ফেলে। তার সঙ্গে থাকা কয়েকজন পালিয়ে যায়।”

পরে নাজমার ভ্যানেটি ব্যাগ তল্লাশী করে সোনার হারটি উদ্ধার করা হয়।

তিনি জানান, এ চক্রটি গণপরিবহনে যাত্রী বেশে গাড়িতে উঠে জটলা সৃষ্টি করে। পরে সুযোগ বুঝে যাত্রীদের স্বর্ণালঙ্কার, মোবাইল কিংবা নগদ অর্থ হাতিয়ে নেয়।

গত ২৯ জুন ছিনতাইকালে রাহেলা নামের এক নারীকে আটক করে স্থানীয় জনতা । তার দেওয়া তথ্যের ভিত্তিতে নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই নাজমাসহ ৭জনকে গ্রেপ্তার ও হারটি উদ্ধার করেছিল পুলিশ।

ওই সময় নাজমার সঙ্গে গ্রেপ্তার হয়েছিলেন মোছাম্মৎ রাহেলা, আফিয়া বেগম, ফুলতারা বেগম, সাহার বানু, সুলতানা বেগম, নাজমা বেগম ও মরিয়ম বেগম।

তিনি জানান, মামলার জামিনে ছাড়া পেয়ে আবার ছিনতাইয়ে নেমে পড়েছে তারা।

এসএমএন