ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


‘বন্দুকযুদ্ধে’ নিহত ১


১৭ সেপ্টেম্বর ২০১৮ ১৫:১০

নাটোরের বড়াইগ্রাম উপজেলা সিরাজ উদ্দিন (৩৫) নামে এক মাদকবিক্রেতা র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে।

র‌্যাবের সংবাদ জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে র‌্যাবের একটি টিম রোববার (১৬ সেপ্টেম্বর) রাতে টহল শেষ করে নাটোর ফিরছিলেন। পথে কাটাশকোল ইক্ষু সেন্টার এলাকায় তারা কিছু মানুষের উপস্থিতি দেখতে পান।

র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে তারা এলোপাথাড়ি গুলি চালায় করে পালানোর চেষ্টা করে। এসময় র‌্যাবও পাল্টা গুলি চালায়। বন্দুকযুদ্ধ চলাকালিন সময়ে কয়েক জন পালিয়ে গেলেও গুলিবিদ্ধ একজনকে সেখানে পড়ে থাকতে দেখে র‌্যাব সদস্যরা। তাকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি লোহার তৈরি বিদেশি পিস্তল, এক রাউন্ড পিস্তলের তাজা গুলি, পিস্তলের গুলির একটি খালি খোসা, একটি ম্যাগাজিন, ৫৩০ পিস ইয়াবা, নগদ ৩২০৫ টাকা, একটি চার্জার টর্চ লাইট, ছয়টি পুরানো স্যান্ডেল, একটি মোবাইল ফোন, দুইটি সিম কার্ড উদ্ধার করা হয়।

সোমবার (১৭ সেপ্টেম্বর) সকালে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা যায়, নিহত সিরাজ উদ্দিনের বিরুদ্ধে নাটোর জেলার বিভিন্ন থানায় চারটি মাদকসহ মোট পাঁচটি মামলা রয়েছে। সিরাজ বড়াইগ্রাম উপজেলার অন্যতম শীর্ষ মাদকবিক্রেতা হিসেবে পরিচিত ছিলেন।

এসএমএন