মিমের আত্নহত্যার চেষ্টা

রাজধানীর কামরাঙ্গিরচর আলীনগর এলাকার মিম আক্তার (১৭) নামের এক কিশোরী নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে।
রবিবার (১৬ সেপ্টম্বর) সন্ধ্যা ৭টায় মায়ের সাথে অভিমান করে এ কাণ্ডটি ঘটায়। দগ্ধ অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে।
মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার হাসরা গ্রামের মৃত আওলাদ হোসেনের মেয়ে। দুই ভাই এক বোনে মধ্যে মিম সবার ছোট।
মিমের মা শিরিনা আক্তার জানান, মিমের কাছে থাকা মোবাইল ফোনটা বড় ভাই আলামিনকে দেওয়ার অভিমানে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরিবারের সদস্যরা দেখতে পেয়ে আগুন নিভিয়ে বার্ন ইউনিটে নিয়ে আসে।
বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক জানান, মিমের শরীরের ২৫শতাংশ পুড়ে গেছে সে শঙ্কা মুক্ত নয়।
এসএমএন