মানুষের মন জয় করতে হবে: তুহিন

কিশোরগঞ্জের সদর উপজেলার বিন্নাটী ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে রোববার (১৬ সেপ্টেম্বর) বিকেলে তৃনমূল কর্মীসভার আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি পুত্র রাসেল আহমেদ তুহিন বলেছেন, জনগণকে ভয় দেখিয়ে নয়, ভালবাসার মাধ্যমে মন জয় করতে হবে। দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। একমাত্র তৃনমূল কর্মীরাই পারে আবার বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে।
রাসেল আহমেদ তুহিন বলেন, বাংলাদেশ উন্নয়নের ক্ষেত্রে তৃতীয় বিশ্বের রোল মডেল। বর্তমান সরকার বস্তিবাসীদের বাসস্থানের জন্য এগার হাজার ফ্লাট নির্মাণ করছে, একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাধ্যমে এক কোটি পরিবার স্বাবলম্বী হয়েছে। মানুষের কল্পনার পদ্মা সেতু এখন আর স্বপ্ন নয়, পদ্মা সেতু হচ্ছে, কর্ণফুলির তলদেশে রাস্তা হচ্ছে, এগুলো এখন আর স্বপ্ন না।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ স্বাধীন করে সোনার বাংলায় রুপান্তর করার যে স্বপ্ন দেখেছিলেন তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার অসমাপ্ত কাজ করছেন। খেলধূলা বন্ধ থাকলে যুব সমাজ মাদকে আসক্ত হবে তাই যুব সমাজকে খেলাধূলার প্রতি আগ্রহী করতে হবে।
খুরশিদ উদ্দিন ভূইয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার মাঠে আয়োজিত কর্মীসভায় সভাপতিত্ব করেন ডাঃ আব্দুল বারিক। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজের অধ্যক্ষ আ ন ম নওশাদ খান, জেলা পরিষদ সদস্য সাজ্জাদ খান, যুবলীগ নেতা মীর সোহেল, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ইফতেখারুল ইসলাম পাভেল, ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আশরাফুল আলম হেভেন তানভীর হোসেনসহ বিন্নাটীর বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ।
একেএ