বেনাপোলে রমন স্পেকট্রোমিটার যন্ত্রের উদ্বোধন

যশোরের বেনাপোলে রাসায়নিক পরীক্ষার জন্য রমন স্পেকট্রোমিটার যন্ত্রের উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় যশোরের বেনাপোল কাস্টমস হাউস স্বল্প সময়ের মধ্যে রাসায়নিক পরীক্ষার জন্য রমন স্পেকট্রোমিটার যন্ত্রের উদ্বোধন করেন বেনাপোল কাস্টমস কমিশনার বেলাল হোসেন চৌধুরী।
এই যন্ত্রটি ভারতীয় বিজ্ঞানী শ্রী চন্দ্রশেখর রমনের উদ্ভাবন। এ মেশিনের এক্সরে রেঞ্জের মধ্যে দেয়া হলে পণ্যের জেনেরিক নাম ও গঠন বলে দেয়। মাত্র ৩০ সেকেন্ডে রাসায়নিক পরীক্ষা হয়। প্রায় ১৩ হাজার তরল ও কঠিন পদার্থের পরীক্ষা এ যন্ত্রে তাৎক্ষণিকভাবে করা সম্ভব হয় বলে জানান কাস্টমস কমিশনার।
উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বেনাপোল কাস্টমস হাউজের অতিরিক্ত কমিশনার জাকির হোসেন, যুগ্ন কমিশনার শাকিলা পারভিন, এসি জাকির হোসেন, এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান স্বজন, সাবেক সভাপতি শামছুর রহমান, সভাপতি নুরুজ্জামান, যুগ্ন সম্পাদক মহসিন মিলন, জামাল হোসেন, বন্দর বিষয়ক সম্পাদক নাসির উদ্দীন, সীমান্ত প্রেসক্লাব বেনাপোলের সভাপতি মোঃ সাহিদুল ইসলাম শাহীন,সাধারন সম্পাদক আয়ুব হোসেন পক্ষী,প্রচার সম্পাদক রাসেল ইসলাম,আরিফুল ইসলাম সেন্টু, সেলিম রেজা তাজ, জাকির, সংগ্রাম, লোকমান রাসেলসহ গণমাধ্যম কর্মীবৃন্দ।
একেএ