ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


শার্শায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ১


১৭ সেপ্টেম্বর ২০১৮ ০৩:৩৩

 বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ১
যশোরের শার্শা উপজেলার গোড়পাড়া গ্রামের কুমোরপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হোসেন আলী (৫৫) নামে এক জন নিহত হয়েছেন। 
 
রোববার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার সময় উপজেলার গোড়পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। হোসেন আলী একই গ্রামের মৃত মানিক মোড়লের ছেলে।
 
পুলিশ ও স্থানীয়রা জানায়, বেলা সাড়ে ১১ টার সময় হোসেন আলী পাশের বাড়ির এক জনের নারিকেল গাছ ঝুড়ছিলেন। এ সময় নারকেল গাছের একটি ডাল পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারের উপর পড়ে। ডালটি সরাতে গেলে তাতে বিদ্যুতের সংযোগ হয়ে গেলে গাছি হোসেন আলী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নিচে পড়ে যায়। 
 
পরে আহত অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
 
উপজেলার নিজামপুর ইউনিয়ানের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিদ্যুৎষ্পৃষ্টে হোসেন আলী নামে এক জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
 
 
একেএ