ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


যমুনা ফার্টিলাইজারে ৫ মাস পর উৎপাদন শুরু


১৭ সেপ্টেম্বর ২০১৮ ০২:৪৮

যমুনা সার কারখানা
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্হিত দেশের সর্ববৃহৎ ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানায় ফের উৎপাদন শুরু হয়েছে।
 
রোববার (১৬ সেপ্টেম্বর) দুপুর থেকে দীর্ঘ পাঁচ মাস বন্ধ থাকার পর উৎপাদন শুরু হয়েছে কারখানাটিতে। গত ৫ এপ্রিল থেকে কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করায় যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়।
 
 
সংশ্লিষ্ট সূত্র জানায়, কারখানায় দৈনিক ১৭শ মেট্রিক টন সার উৎপাদনে ৩শ ৭০ পিএসআই চাপ গ্যাস প্রয়োজন। কয়েক বছর ধরে কারখানায় গ্যাস স্বল্পতার কারণে মাঝেমধ্যেই উৎপাদন বন্ধ হয়ে যায়। এতে প্রতিষ্ঠানটির উৎপাদনের লক্ষ্যমাত্রা ব্যাহত হচ্ছে।
 
জানা যায়, ৫ এপ্রিল তিতাস গ্যাস কোম্পানী যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়ায় সার উৎপাদন বন্ধ হয়ে যায়। গ্যাস সরবরাহের দাবিতে কারখানার শ্রমিকরা মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করে। তাদের দাবির মুখে তিতাস গ্যাস কোম্পানী ১০ সেপ্টেম্বরে গ্যাস সরবরাহ চালু করেন। 
 
গ্যাস সরবরাহ হওয়ায় আজ রোববার দুপুর থেকে ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে। যমুনা ফার্টিলাইজারের উৎপাদিত ইউরিয়া উত্তরবঙ্গসহ ২০টি জেলার কৃষকদের সারের চাহিদা পূরণ করে থাকে।
 
যমুনা সার কারখানার শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহজাহান আলী বলেন, এলাকার অর্থনীতির চালিকা শক্তি এই যমুনা সার কারখানা। দীর্ঘদিন এ কারখানায় উৎপাদন বন্ধ থাকায় কারখানার আয়ের উপর নির্ভরশীল কয়েক হাজার কুলি-মজুর, ট্রাক চালক ও দৈনিক মজুরি ভিত্তিতে শ্রমিকরা মানবেতর জীবনযাপন করে আসছিল। এলাকাবাসীর বারবার আন্দোলনের মুখে অবশেষে উৎপাদন চালু হওয়ায় সবার মুখে হাসি ফোটেছে।
 
কারখানার মহা-ব্যবস্থাপক (প্রশাসন) আ.ন.ম. শরিফুল ইসলাম জানান, বর্তমানে স্বাভাবিক মাত্রায় ২০ কে.জি চাপে গ্যাস সরবরাহ রয়েছে। গ্যাসের চাপ ঠিক থাকলে ইউরিয়া উৎপাদনের লক্ষ্যমাত্রা সফল হবে।
 
একেএ