ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


বেনাপোলে দেশীয় অস্ত্রসহ আটক ৮


১৬ সেপ্টেম্বর ২০১৮ ২২:০২

দেশীয় অস্ত্রসহ আটক ৮
যশোরের বেনাপোল সীমান্তের বিভিন্ন এলাকা থেকে দেশীয় অস্ত্র ও হাতবোমাসহ বিএনপি-জামায়াতের আট জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
 
রোববার (১৬ সেপ্টেম্বর) ভোরে সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
 
আটককৃতরা হলেন, বেনাপোলের মমিনের ছেলে যুবদল নেতা কামাল, আব্দুল ছাত্তারের ছেলে আব্দুল কাদের, ইসমাইলের ছেলে কবিরুল, জামায়াত নেতা রেজাউলের ছেলে ইমরান, কাওছারের ছেলে আজিজুর রহমান, আলীর ছেলে আজগার আলী, হানিফ আলী মোড়লের ছেলে এনায়েত আলী ও রফিজুল রইসলামের ছেলে ইসমাইল হোসেন। 
 
পুলিশ জানায়, বেনাপোল সীমান্তে নাশকতামূলক কর্মকান্ডের উদ্দেশ্যে বেশকিছু মানুষ পরিকল্পনা করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জামায়াত-বিএনপির আট জন নেতাকর্মীকে গ্রেফতার করে
পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১০৭টি পাথর, ১৫টি লোহার রড, ৩টি রামদা, ২টি চাপাতি, বিভিন্ন প্রকারের দেশীয় অস্ত্র ও ১৪টি হাতবোমা জব্দ করা হয়।
 
বেনাপোল পোর্টথানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কাজী এহসানুল হক জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা মামলা দিয়ে যশোর আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
 
একেএ