জামালপুরের মুক্তিযোদ্ধাদের সমাবেশ অনুষ্ঠিত

জামালপুরের ইসলামপুর উপজেলায় মুক্তিযোদ্ধা কমান্ড সংলগ্ন থানা মোড়ে ২ ঘণ্টব্যাপী মুক্তিযোদ্ধাদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ইসলামপুর মুক্তিযোদ্ধা সংসদের প্রতিষ্ঠাতা কমান্ডার সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল বারী মন্ডলের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, আগামী নির্বাচনে যিনি নৌকা প্রতীক পাবে মুক্তিযোদ্ধারা তার পক্ষেই কাজ করবে। সমাবেশে মুক্তিযোদ্ধাদের নিয়ে রাজনীতি না করার জন্য সকলের প্রতি আহ্বান করা হয়।
আব্দুল বারী মন্ডল তার বক্তব্যে বলেন, বর্তমান এমপি ফরিদুল হক খান দুলালের পিতাকে সাবেক ইউপি চেয়ারম্যান হবিবুর রহমান খানকে নিয়ে যে কুরুচিপূর্ণ বক্তব্য রাখা হয়েছে তা সঠিক নয়। তিনি সব সময় মুক্তিযোদ্ধাদের সহায়তা করেছেন।
মুক্তিযোদ্ধা শাহাদৎ হোসেন স্বাধীন বলেন, যে লোকটি মুক্তিযোদ্ধাদের খাওয়ালেন তাকে রাজাকার বলে কটুক্তি করা মুক্তিযোদ্ধাদেরকেই অপমান করা হয়েছে। অথচ আমাদের কিছু মুক্তিযোদ্ধা তাকে পিচ-কমিটির সদস্য বলে দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি করছেন। আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশের জন্য যুদ্ধ করেছি। তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি।
এতে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা শাহাদৎ হোসেন স্বাধীন, মোফাজ্জল হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল করিম, আবু মিয়া, আব্দুর রফিক সরকার প্রমুখ।
এসএমএন