ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূ নিহত


১৬ সেপ্টেম্বর ২০১৮ ২১:৪৩

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু
জয়পুরহাটের আক্কেলপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। 
 
রোববার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার সোনামুখী ইউনিয়নের অনন্তপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহতের নাম লিপি মহন্ত (২৫)। তিনি একই গ্রামের অমল মহন্তের স্ত্রী। 
 
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কিরণ কুমার রায় বলেন, রোববার সকালে লিপি মহন্ত নিজ বাড়িতে তার স্বামীর ব্যাটারিচালিত অটোভ্যানে চার্জ দিতে গেলে বিদ্যুৎপৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
 
ওসি কিরণ কুমার রায় আরও জানান, নিহত লিপির পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় কোনো অভিযোগ নেই। তাই তার মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
 
একেএ