পাঙ্গাসের দাম ১৪ হাজার!
-2018-09-16-15-33-04.jpg)
মাগুরার মোহাম্মদপুর উপজেলার মধুমতি নদীর বাবুখালী ঘাট এলাকায় বিশাল আকৃতির একটি পাঙ্গাস মাছ ধরা পড়েছে।
স্থানীয়রা জানায়, রোববার বাবুখালী ইউনিয়েনের কালাম শেখ ও দিদার শেখ কয়েক জন সঙ্গী নিয়ে নদীতে জাল টানে। এসময় জালে ধরা পড়ে ১৮ কেজি ওজনের একটি বিশাল পাংগাস মাছ।
বড় পাঙ্গাস মাছ ধরা পড়েছে এমন খবরে উৎসুক জনতা মাছটিকে দেখার জন্য মধুমতীর তীরে ভীড় জমাতে থাকে। পরে ১৪ হাজার টাকায় মাছটি বিক্রয় করা হয়।
এসএমএন