ফোনে ডেকে নিয়ে খুন

ঝিনাইদহে বাদশা খন্দকার নামের এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (১৬ সেপ্টেম্বর) সকালে হরিণাকুন্ডু উপজেলার পায়রাডাঙ্গা গ্রামের একটি ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, এলাকাবাসী সকালে লাশটি দেখে থানায় খবর দেয়। পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
গতকাল বিকেলে অজ্ঞাত এক ব্যক্তির ফোন পেয়ে বাড়ি থেকে বের হয় বাদশা। রাতে আর বাড়িতে ফেরেনি সে। পুর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।
এ ব্যাপারে থানায় মামলা করা হয়েছে।
এসএমএন