ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনে আনন্দ মিছিল


১৬ সেপ্টেম্বর ২০১৮ ১৯:১৯

নেত্রকোনায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল বের হয় জেলা প্রশাসনের উদ্যোগে। রবিবার(১৬ সেপ্টেম্বর) সকালে জেলা সদরের মুক্তমঞ্চ থেকে এ মিছিলিটি বের হয় ।

মিছিলটি শহরের মুক্তমঞ্চ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো ঘুরে আবার মুক্তমঞ্চে এসেই শেষ হয়।

পরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপ-মন্ত্রী আরিফ খান জয়, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, পৌর মেয়র নজরুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগ সভাপতি মতিয়র রহমান খান, সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন খান খসরু, যুগ্ন সম্পাদক নুর খান মিঠু, পুলিশ সুপার জয়দেব চৌধুরী। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মইন-উল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা নেত্রকোনায় শেখ হাসিনা বিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসএমএন