প্রতিটি গ্রামে উঠান বৈঠক করছে এমপি সোহরাব উদ্দিন

কিশোরগঞ্জের ২ পাকুন্দিয়া আসনে বর্তমান এমপি এ্যাডভোকেট সোহরাব উদ্দিন নির্বাচনী প্রচারণায় গ্রাম থেকে গ্রামে গণসংযোগ করছেন। মটর সাইকেল শোভাযাত্রার মধ্যে দিয়ে উপজেলার প্রতিটি বাড়ি ঘুরে উঠান বৈঠক করছেন।
প্রচারণার অংশ হিসেবে শনিবার (১৫ সেপ্টেম্বর) মধ্যরাত বিভিন্ন বাড়িতে গণসংযোগ করেন। সেই সাথে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের তথ্যচিত্র তুলে ধরেন।
উপজেলার আচমিতা ইউনিয়নে ৯টি উঠান বৈঠক করে উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যহত রাখতে এবং শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকা মার্কা ভোট চান।
এ সময়ে কটিয়াদী পৌর মেয়র শওকত উসমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক গিয়াস উদ্দিন আহমদ, যুবলীগের সভাপতি শারফুল কাদের মনি, কটিয়াদি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ, ছাত্রলীগের সভাপতি ও বাইদুল কাদের সোহাগ, আওয়ামী মহিলা লীগের আহবায়ক লাভলীসহ আওয়মীলীগের অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসএমএন