৫ম শ্রেণীর ছাত্রীর বিয়ে বন্ধ

জামালপুরের বকশীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে সুরমা আক্তার (১২) নামের এক ৫ম শ্রেণির স্কুলছাত্রী বিয়ে থেকে রক্ষা পেল।
স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে বকশীগঞ্জ ইউএনও, দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম শনিবার (১৫ সেপ্টেম্বর) রাতে পুলিশসহ ঘটনাস্থলে উপস্থিত হন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার নিলয়িা ইউনিয়নের বিনোনদের চর গ্রামের সিরাজুল হকের ছেলে আবদুল হালিমের (২০) সাথে আনুষ্ঠানিক ভাবে বিয়ের দিন ধার্য্য হয়।
মেয়ের বাবা শহীদ মিয়ার বিষয়টি স্বীকার করেন। ইউএনও বাল্য বিয়ের কুফল সম্পর্কে তাকে অবগত করেন। পর সে নিজের ভুল বুঝতে পেয়ে ১৮ বছরের আগে মেয়েকে বিয়ে না দেয়ার অঙ্গীকার করেন।
উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম ও বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এসএমএন