ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু


১৬ সেপ্টেম্বর ২০১৮ ১৪:৪১

ট্রেনে কাটা পড়ে আবুল হোসেন (৬৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন। শনিবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে বগুড়ার আদমদীঘি উপজেলার তারাপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।


নিহত আবুল হোসেন নওগাঁর রানীনগর উপজেলায় নান্দাই গ্রামের মৃত খবির উদ্দিনের ছেলে।

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমায়েদুল জাহেদি জানায়, ঢাকা হতে একতা এক্সপ্রেস দিনাজপুর যাচ্ছিল। পথিমধ্যে তারাপুর নামক স্থানে আবুল হোসেন অসাবধানতাবশত রেললাইন পারহতে গেলে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। সংবাদ পেয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ।

এসএমএন