মাদক ব্যবসায়ীর দেড় বছরের কারাদণ্ড

কিশোরগঞ্জ জেলা সদরের মাদক ব্যবসায়ী মোস্তফাকে (৩৫) এক বছর ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই রায়ে তাকে দশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
শনিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সিনিয়র ম্যাজিস্ট্রেট আবু তাহের সাঈদ এ রায় প্রদান করেন। কারাদণ্ডপ্রাপ্ত মোস্তফা শহরের গাইটাল এলাকার মৃত আ. রহিমের ছেলে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার দুপুরে গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযানে দেড় কেজী গাঁজাসহ শহরের মাদক ব্যবসায়ী মোস্তফাকে আটক করা হয়।
সিনিয়র ম্যাজিস্ট্রেট আবু তাহের সাঈদ জানান, ডিবি পুলিশের সহায়তায় দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোস্তফাকে আটকের পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক বছর ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা করা হয়, অনাদায়ে তাকে আরো দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
একেএ