ঢাকা শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৬ই চৈত্র ১৪৩০


ভৈরবে আশার অর্ধ-বার্ষিক বিএম সমন্বয়সভা অনুষ্ঠিত


২২ জুলাই ২০১৯ ০৩:৪৬

ভৈরবে আশার অর্ধ-বার্ষিক বিএম সমন্বয়সভা অনুষ্ঠিত


ভৈরবসহ কিশোরগঞ্জ জেলার আশার ৩৭টি ব্রাঞ্চের ম্যানেজারদের নিয়ে দিনব্যাপী অর্ধ-বার্ষিক বিএম সম্বণয়সভা অনুষ্ঠিত হয়েছে।  রবিবার ভৈরব উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশার কেন্দ্রীয় কার্যালয়ের টিম-সি’র ডিরেক্টর (অপারেশন) মোহাম্মদ আবদুস সামাদ। এসিস্ট্যান্ড ডিরেক্টর মোহাম্মদ নাহিদ খান, ময়মনসিংহ ডিভিশনাল ম্যানেজার শ্যামল কুমার ধর, এডিভিশনাল ম্যানেজার উত্তম কুমার ভৌমিক প্রমুখ। এতে সভাপতিত্ব করেন আশা কিশোরগঞ্জ (ভৈরব) জেলার সিনিয়র ডিষ্ট্রিক ম্যানেজার মো: শফিকুল ইসলাম।

সভায় আশার ২০১৯ সালের ষানমাসিক কার্যক্রম পর্যালোচনা করে চলতি বছরের ঋণ বিতরণের লক্ষ্যমাত্রসহ অন্যান্য কার্যক্রমের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আশা মাইক্রোক্রেডিটের পাশাপাশি নিজস্ব অর্থায়নে সামজিক কার্যক্রমের মধ্যে প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ, স্যানিটেশন সুবিধা, বিনামুল্যে প্রাথমিক স্বাস্থ্য সেবা, ফিজিওথেরাপি ক্যাম্প পরিচালনাসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করছেন বলে সভায় জানানো হয়।