সাংবাদিক সুবর্না হত্যার প্রতিবাদে শার্শায় সাংবাদিকদের মানববন্ধন

পাবনার আনন্দ টিভির প্রতিনিধি সুবর্না নদীকে সন্ত্রসী কর্তৃক নৃশংশভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে শার্শা উপজেলার কর্মরত সাংবাদিক বৃন্দ।
বৃহস্পতিবার বেলা ১১ টার সময় শার্শা উপজেলার যশোর-বেনাপোল মহাসড়কে এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসুচি অনুষ্ঠিত হয়।
এসময় শার্শা প্রেসক্লাবের সাবেক সভাপতি আসাদুজ্জামান আছাদ মানববন্ধন শেষে সংক্ষিপ্ত বক্তব্য বলেন পাবনার আনন্দ টিভির সাংবাদিক সুবর্না নদীকে যারা নৃশংশভাবে কুপিয়ে হত্যা করেছে তাদের আইনের কাঠগড়ায় দাঁড়িয়ে শাস্তি নিশ্চিত করতে হবে। সন্ত্রাসী যেই হোক প্রশাসনকে দ্রুত খুজে বের করে জেল হাজতে পাঠাতে হবে। সুবর্না হত্যাকারিদের আটক না হওয়া পর্যান্ত আমরা আমেদের কর্মসুচি চালিয়ে যাব বলে তিনি ঘোষনা দেন।
এসময় উপস্থিত ছিলেন শার্শা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ইয়ানুর রহমান, বন্দর প্রেসক্লাব বেনাপোলের সভাপতি শেখ কাজিম উদ্দিন,সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান,সীমান্ত প্রেসক্লাব বেনাপোলের সভাপতি সাহিদুল ইসলাম শাহীন,সাধারন সম্পাদক মোঃ আয়ুব হোসেন পক্ষী, প্রেসক্লাব বেনাপোলের সাধারন সম্পাদক রাশেদুর রহমান রাশু, সাংবাদিক ওসমান গনি, নাজিউর রহমান,মোঃ রাসেল ইসলাম, দেবুল কুমার দাস প্রমুখ।