ঢাকা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


কালীগঞ্জে সড়কে ডাকাতি


১৬ সেপ্টেম্বর ২০১৮ ০০:০২

ঝিনাইদহ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোটচাঁদপুর সড়কে ডাকাতি সংগঠিত হয়েছে।
 
শুক্রবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের লাউতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। 
 
এসময় ডাকাতরা দু’টি যাত্রীবাহী বাস, একটি প্রাইভেট ও একটি মুরগীর বাচ্চাবাহী গাড়ি থেকে মোবাইল, স্বর্ণাংকার ও নগদ টাকা লুট করে।
 
প্রত্যক্ষাদর্শীরা জানায়, শুক্রবার দিবাগত রাতে লাউতলা ও চারমাইল নামক স্থানের মাঝামাঝি মাঠের মধ্যে ডাকাতরা গাছ ফেলে পথ আটকে দেয়। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসের যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে তাদের কাছে থাকা মোবাইল ও নগদ টাকা লুট করে।
 
যাত্রীদের অভিযোগ, ঘটনার সময় সড়কে থাকা টহল পুলিশকে খবর দিলেও তারা যাত্রীদের সহযোগিতা করেনি। 
 
যাত্রীরা আরো জানায়, ডাকাতরা সবকিছু লুটে চলে যাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে এসে রাস্তায় পড়ে থাকা গাছ পরিস্কার করার কাজে সহযোগিতা করে।
 
ডাকাতের কবলে পড়ে সবকিছু হারানোদের একজন ট্রাক চালক সোহাগ। যিনি কাজি ফার্মের মুরগীর বাচ্চা বহন করা গাড়ির চালান। তার গাড়ির নম্বর ঢাকা মেট্রো ই ১১-৪২৯৬।
 
ট্রাক চালক সোহাগ জানান, আমি গোপালপুর থেকে মুরগীর বাচ্চা নিয়ে কোটচাঁদপুরে যচ্ছিলাম। পথে ডাকাতরা গাছ ফেলে আমার পথ রোধ করে। ডাকাতরা গলায় ধারালো দা দেখিয়ে আমার এবং আমার হেলপারকে জিম্মি করে। এসময় আমাদের কাছে থাকা মোবাইল ও নগদ ৮ হাজার টাকা ছিনিয়ে নেয়।
 
কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) আতিকুর রহমান ডাকাতির কথা অস্বীকার করে বলেন, কোথাও কোন ডাকাতি হয়নি।
 
তবে ঘটনার রাতে ওই সড়কে দায়িত্ব পালন করা থানার এসআই অমিত কুমার দাস জানান, ডাকাতরা সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা করছিল কিন্তু আমাদের তৎপরতায় তারা ব্যর্থ হয়।
 
একেএ