ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ১

জামালপুরের ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শনিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে মানিক (২২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
নিহত মানিক গাইবান্ধা ইউনিয়নের পোড়ার চর গ্রামের তারা মিয়ার ছেলে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার দুপুরে উপজেলার পোড়ার চর গ্রামের নিজ বাড়িতে কাঁচা বাশের খুঁটি দিয়ে বিদ্যুৎ লাইনের কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাইবান্ধা ইউপি চেয়ারম্যান মাকছুদুর রহমান আনসারী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
একেএ