শার্শায় হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

যশোরের শার্শায় ৪৩৯ গ্রাম হেরোইনসহ ফিরোজ হাওলাদার (৪১) নামে ওয়ারেন্টভুক্ত এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নাভারণ সেবা ক্লিনিকের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক ফিরোজ হাওলাদার উপজেলার যাদবপুর রেললাইন পাড়া এলাকার মৃত আয়নাল হাওলাদারের ছেলে।
শার্শা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বাবুল আক্তার জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি ওয়ারেন্টভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী হেরোইন নিয়ে নাভারণ সেবা ক্লিনিকের সামনে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ফিরোজকে আটক করা হয়। পরে তার নিকট হতে ৪৩৯ গ্রাম হেরোইন পাওয়া যায়।
তিনি আরও বলেন, ফিরোজ এলাকার একজন চিহ্নিত শীর্ষ মাদক ব্যবসায়ী ও তার নামে থানায় একাধিক মামলা রয়েছে। আটককৃতের বিরুদ্ধে শার্শা থানায় মাদক আইনে মামলা দায়ের করে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।
একেএ