ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


দুই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক


১৫ সেপ্টেম্বর ২০১৮ ২২:৪৮

মাদক ব্যবসায়ী আটক
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার কান্দাইল এলাকায় অভিযান চালিয়ে আবুল হাসেম (৬৫) নামে এক ব্যক্তিকে দুই কেজি গাঁজা ও গাজাঁ বিক্রির নগদ টাকাসহ আটক করেছে র‌্যাব।
 
শুক্রবার (১৪ সেপ্টেম্বর) ) রাতে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মোঃ তফিকুল আলমের নেতৃত্বে উপজেলার পূর্ব কান্দাইল এলাকায় অভিযান চালায়।
 
অভিযানে আবুল হাসেমকে দুই কেজি গাঁজা ও গাঁজা বিক্রির নগদ ৬ হাজার ৫৮০ টাকাসহ আটক করা হয়।
 
আবুল হাসেম কান্দাইলের কামারহাটি গ্রামের মৃত হাসু মিয়ার ছেলে।
 
র‌্যাব সূত্র জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য আইনে করিমগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
 
একেএ