ঢাকা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


প্রধানমন্ত্রীর নেতৃত্ব ধরে রাখতে ভেটেরিয়ানদের কাজ করার আহ্বান


১৫ সেপ্টেম্বর ২০১৮ ২২:০৮

মৎস্য ও প্রাণী সম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ
বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে প্রয়োজন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব। সেকথা ভেবে ভেরেরিয়ানদের কাজ করার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।
 
ঝিনাইদহ (১৫ সেপ্টেম্বর) দুপুরে সরকারি ভেটেরিনারি কলেজ অডিটরিয়ামে খুলনা বিভাগীয় ভেটেরিনারি সম্মেলনের প্রধান অতিথি হিসেবে এ আহ্বান জানান তিনি।
 
এ সময় কলেজ অধ্যক্ষ আবদুল হাইয়ের সভাপতিত্বে প্রাণীসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা: হীরেশ রঞ্জন ভৌমিক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
 
একেএ