নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের মিটন গ্রামের হটাৎপাড়া থেকে নিখোঁজ এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ সেপ্টেম্বর) সকালে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিশুটির নাম সাবিহা (৫)। সে একই গ্রামের মো. ভাষার মেয়ে।
স্থানীয়রা জানায়, সাবিহা শুক্রবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিখোঁজ হয়। আজ শনিবার (১৫ সেপ্টেম্বর) সকালে মিটন গ্রামের হটাৎপাড়ায় একটি জমিতে তার মরদেহ পাওয়া যায়। পরে খবর পেয়ে পুলিশ এসে তার মরদেহটি উদ্ধার করে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আজিজুর রহমান বলেন, সাবিহা নামের শিশুটি তার নানীর কাছে থাকতো। তার মা থাকেন ওমানে।
তবে শিশুটির মৃত্যুর কারণ এখনো জানা যায়নি বলে জানান ওসি আজিজুর রহমান।
একেএ