ঢাকা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


জেলা পুলিশের আয়োজনে ট্রাফিক আইন ২০১৮ অনুষ্ঠিত


১৫ সেপ্টেম্বর ২০১৮ ১৯:৫৯

ট্রাফিক আইন জানুন ও মেনে চলুন যত্র-তত্র গাড়ী পার্কিং থেকে বিরত থাকুন এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে ট্রাফিক আইন ২০১৮ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় খুলনা রোড মোড়ে অনুষ্ঠিত হয়।

ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার সাজ্জাদুর রহমান,সদর সার্কেল ও আলফা ফোর মেরিনা আক্তার,সাতক্ষীরা পুলিশ হেডকোয়াটারের সহকারি পুলিশ সুপার হুমায়ুন কবির,ওসি ওয়াচ মিজানুর রহমান,সাতক্ষীরা জেলা বিআরটিএর নির্বাহি অফিসার তানভীর আহম্মেদ,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান,সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমেদ হাশেমি ও ট্রাফিক পরিদর্শক আব্দুল মোমিন প্রমুখ।

এসময় পুলিশ সুপার সাজ্জাদুর রহমানের নেতৃত্বে পুলিশ মোটর যানের বৈধ কাগজপত্র,ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট বিহীন চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেন।

আরআইএস