ঢাকা বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


বঙ্গবন্ধু শেখ মুজিব বৃদ্ধাশ্রমে জমি দান করলেন ইউপি চেয়ারম্যান চুট্রু


১২ জুলাই ২০১৯ ০৫:৫৯

বঙ্গবন্ধু শেখ মুজিব বৃদ্ধাশ্রমের জন্য জমি দান করলেন ইউপি চেয়ারম্যান চুট্রু

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা মনোহরপুর ইউনিয়নের কাজীর বাজার পুটিমারী গ্রামের রাস্তা সংলগ্নো বঙ্গবন্ধু শেখ মুজিব বৃদ্ধাশ্রমের নামে ৬৮.৫০ শতক জমি দানপত্র করেন চুট্রু চেয়ারম্যান।গত ১৫ জুন সভার সিদ্ধান্ত মোতাবেক বীরমুক্তিযোদ্ধা ও ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান চুট্রু বুধবার কাজীরবাজার পুটিমারী রাস্তা সংলগ্ন“বঙ্গবন্ধু শেখ মুজিব বৃদ্ধাশ্রমের”নামে ৬৮.৫০ শতাংশ জমি পলাশবাড়ী সাব-রেজিষ্টার অফিসে ওয়াকফ্ দলিল রেজিষ্ট্রি করে দেন।

উক্ত ওয়াকফ্ দলিল রেজিষ্টার করার সময় উপস্তিত ছিলেন, পলাশবাড়ী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সহসভাপতি আলহাজ্ব এ. কে. এম মোকছেদ চৌধুরী(বিদ্যুৎ),উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ রহমান,সাবেক ডিপুটি কমান্ডার মজিবর রহমান স্বাক্ষী হিসাবে স্বাক্ষর করেন। বীরমুক্তিযোদ্ধা ও ইউপি চেয়ারম্যান,মিজানুর রহমান চুট্রু বলেন,মানসম্মত বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠার জন্য প্রতিশ্রতি অনুযায়ী পরবর্তীতে আরোও জমি রেজিষ্ট্রি কর দেব।এ সময় উপস্থিত ছিলেন উপজেলার অন্যান্য মুক্তিযোদ্ধাগণ।