নিজঘরে শারীরিক প্রতিবন্ধী খুন

রোকসানা খাতুন (১৮) নামে এক শারীরিক প্রতিবন্ধীকে নিজঘরে ছুরিকাঘাতে হত্যার পর তার মুখ ও শরীর এসিডে ঝলসে দিয়েছে দুর্বৃত্তরা। যাতে চিনতে না পারে সে কারণে এই নৃশংস কাজটি করা হয়েছে।
শুক্রবার গভীর রাতে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বারুহাঁস ইউনিয়নের দিঘুরীয়া দিয়ারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে নিজ ঘরে রোকসানা ঘুমাতে গেলে দুর্বৃত্তরা প্রবেশ করে তার পেটে ছুরিকাঘাত করে। বোনের আর্তচিৎকারে আরেক প্রতিবন্ধী ভাই ছুটে এসে দরজা বন্ধ করা দেখতে পায়।
পরে প্রতিবেশীরা এসে রক্তাক্ত রোকসানাকে পড়ে থাকতে দেখেন। তার মুখ ও শরীর এসিড জাতীয় দাহ্য পদার্থ দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে।
খবর পেয়ে শনিবার (১৫ সেপ্টেম্বর) সকালে বারুহাস ইউনিয়নের চেয়ারম্যান মোক্তার হোসেন মুক্তা ঘটনাস্থলে এসে জানান, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে তাড়াশ থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি ও জড়িতদের গ্রেপ্তার করা হবে বলেও জানান তিনি।
এসএমএন