ঢাকা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


ছাত্রলীগের ব্যতিক্রমি উদ্যোগ


১৫ সেপ্টেম্বর ২০১৮ ১৬:৪০

 হতদরিদ্র ও পথশিশুদের খাবার বিতরণ করছেন ভালুকা ছাত্রলীগ

পথেেই চলা আর পথেই যাদের ঠিকানা তাদের জন্য ভালুকা ছাত্রলীগ নিয়েছেন ব্যতিক্রমি উদ্যোগ ।
শুক্রবার তাদের অন্তত একবেলা ভালো খাওয়ানোর প্রত্যয় নিয়ে এগিয়ে চলছে ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন ছাত্রলীগ।

এই ব্যতিক্রম আয়োজনে ছাত্রলীগের সদস্যরা পথশিশু ও হতদরিদ্র পরিবারের লোকজনদের মধ্যে দুপুরের খাবার পরিবেশন করে।

শুক্রবার (১৪ সেপ্টেম্বর) জুম্মা পর ১০নং হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের সামনে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাঈম হাসান ডালিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবুর সঞ্চালনায় ‘এক বেলা ভালো খাই’ খাবার বিতরণ কর্মসূচির শুভ উদ্ভোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান মামুন, সাধারণ সম্পাদক শাহরিয়ার হক সজিব, হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ বাচ্চু, হবিরবাড়ী ইউনিয়ন আঞ্চলিক শ্রমীকলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন, ছাত্রলীগ নেতা মাজহারুল ইসলাম সোহাগ, ছাত্রলীগ নেতা জামাল আকন্দ, আমিনুল ইসলাম টুনটুনি প্রমূখ।

অনুষ্ঠানে বক্তাগণ বলেন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধি ভাতাসহ হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।

এই কার্যক্রমের অংশ হিসেবে শুক্রবার জুম্মার পর হবিরবাড়ী ইউনিয়নের দেড় শতাধিক অসহায়, পথ শিশু ও হতদরিদ্র নারী পুরুষদেরকে ভালো খাবার পরিবেশন করা হয়।

আয়োজক ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি নাঈম হাসান ডালিম বলেন,  শুরু হওয়া এই খাবার বিতরণ কার্যক্রম প্রত্যেক শুক্রবার একই জায়গায় একই সময়ে অব্যাহত থাকবে।

এসএমএন