ঢাকা বুধবার, ২৪শে এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১


তাহেরপুরে এম.কে ল্যাবরেটরিজের সেমিনার অনুষ্ঠিত


১৫ সেপ্টেম্বর ২০১৮ ০২:৩৩

রাজশাহীর বাগমারার তাহেরপুরে এম,কে ল্যাবরেটরীজের পক্ষ থেকে ডাক্তার ও পল্লী চিকিৎসক এবং সেলস্ প্রতিনিধিদের নিয়ে এক সেমিনারের আয়োজন করা হয়েছে।

গত বুধবার দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত তাহেরপুর রাধুনী চাইনিজ রেষ্টেুরেন্টের হলরুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে এম,কে ল্যাবরেটরীজের মালিক বজলুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দুর্গাপুর রাজশাহীর ডাক্তার কাজিম উদ্দীন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন এম,কে ল্যাবরেটরীজের সহ-সভাপতি ফজলুর রহমান, জিএম সুমন সাহেব, আর এস এম বজলুর রহমান, রিপ্রেজেন্টিভ উজ্জল। এম,কে ল্যাবরেটরীজের রি-প্রেজেন্টিভ তরিকুল ইসলামের পরিচালনায়

সেমিনারে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পুঠিয়ার সাধনপুর পঙ্গু বি,এম কলেজের অধ্যক্ষ ও হোমিও ডাক্তার দিলিপ কুমার শিল, ডাক্তার আব্দুল মালেক সরকার, পল্লী চিকিৎসক আঃ রাজ্জাক, ইদ্রিস আলী মাষ্টার, ডাবলু, মদিনা ফার্মেসীর রিপন, ফাতেমা ফার্মেসীর আঃ গফুর শাহ্, ন্যাশনাল ফার্মেসীর শান্ত, ডেন্টাল ডাক্তার এমদাদুল হক মিলন, ফাহিম ফার্মেসীর সালাউদ্দিন, সাংবাদিক আশরাফুল ইসলাম ফরাসী, কমিশনার রইচ উদ্দীন প্রমুখ।

এসএ