ঢাকা শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৮ই বৈশাখ ১৪৩১


ধান কাটার কাজ চলছে এখন রাএী জেগে!


২৯ এপ্রিল ২০১৯ ১০:৪৭

নতুনসময়

আজ নাটোরের সিংড়া উপজেলার কলম ইউনিয়নের বিজয় নগর গ্রামে চলছে রাতভর ধাঁন কাটার কাজ।

দিনে খররৌদ্রে না পুরে আলো জালিয়েও চলছে চলনবিল কৃষকের ধাঁন কাটার কাজ।
কৃষক আমিন আলী জানান, রাতে গরম কম হওয়ায়, ধান কাটার কাজ করতে অনেক ভাল লাগে এবং শরীর ক্লান্ত হয় না।

শুধু ধান কাটা নয়, আমরা ধান মারাই করার কাজটাও রাতে করছি।

রাতে ড্রাই নামক বেটারী দিয়ে নতুন প্রযুক্তিতে অনায়াসে গরমবিহীন ভাবে চলছে ইরি ধান কাটার কাজ।

এবারে ইরি ধাঁনটা গতবছরের তুলনায় অত্যন্ত ভাইরাস যুক্ত হওয়ায় ফলন কম হয়েছে, তাই কৃষকের মুখে তেমন হাসি দেখতে পাওয়া যাচ্ছে না। তারা আবহাওয়া খারাপ হবার আগেই রাএী জেগে ইরিধাঁন কাটার কাজ শেষ করতে চান।

নতুনসময়/আইকে