ঢাকা বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


জনপ্রিয় হচ্ছে খাঁচায় মাছ চাষ


৩১ আগস্ট ২০১৮ ১৮:০০

নদীতে ভাসমান খাঁচায় মাছ চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠছে। সল্প পুঁজি ও অল্প পরিশ্রম হওয়ায় ভোলা জেলায় দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে এ পদ্ধতিতে মাছ চাষ।

একটি বেসরকারি সংস্থা নতুন এই পদ্ধতিতে চাষিদের উদ্বুদ্ধ করেছেন । সংস্থাটি মাছ চাষিদের প্রশিক্ষণ, ফ্রিতে খাঁচা ও চারা মাছ রেণু বিতরণ করেছেন।
খাঁচায় মাছ চাষের নতুন পদ্ধতিতে স্থানীয় বেকার যুবক ও মৎস্যজীবীরা আগ্রহী হয়েছে ।

১৪-১৫ হাজার টাকা ব্যয় হয় প্রতিটি খাঁচা তৈরি করতে। এতে ব্যবহৃত হচ্ছে জিআই পাইপ, নেট ও ড্রাম । প্রতিটা খাঁচায় ১হাজার থেকে ১২শ মাছ চাষ করা যায়। এসব খাঁচায় মনোসেক্স তেলাপিয়া, পাঙ্গাস, কার্প ও সরপুঁটি মাছের পোনা চাষ বেশি হয়ে থাকে।

খাঁচায় পোনা ছাড়ার ৩ মাস পর এসব মাছের ওজন কমপক্ষে ১ কেজি থেকে ১ কেজি ২শ’গ্রাম হয়ে থাকে।স্থানীয় চাষীরা জানায়, খাঁচায় মাছ চাষ করে তারা লাভবান হচ্ছে। এবং এ পদ্ধিতিতে চাষ করা অপেক্ষাকৃত সহজ।