ঢাকা রবিবার, ৮ই সেপ্টেম্বর ২০২৪, ২৫শে ভাদ্র ১৪৩১


সঙ্গী ছাড়াই ১৪ বাচ্চার জন্ম দিলো 'রোনালদো'


২৭ জুন ২০২৪ ২৩:৪৩

ছবি: সংগৃহীত

যৌনমিলন ছাড়াই ১৪টি বাচ্চার জন্ম দিয়েছে বিরল প্রজাতির একটি সাপ। অবাক করা ঘটনাটি ঘটেছে যুক্তরাজ্যের পোর্টসমাউথ শহরের দ্য সিটি অব পোর্টসমাউথ কলেজে। বিষয়টি সংশ্লিষ্টদের বেশ অবাক করেছে। তারা এটাকে ‘অলৌকিক’ ঘটনা বলছেন।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন মতে, সাপটি ব্রাজিলিয়ান রেইনবো বোয়া প্রজাতির। এর নাম রোনালদো। 

মজার ব্যাপার হচ্ছে, সাপটিকে প্রাথমিকভাবে পুরুষ হিসেবে ধারণা করা হয়েছিল। আরও অবাক করার ব্যাপার হলো, ১৩ বছর বয়সী রোনালদো কোনো পুরুষ সাপের সংস্পর্শে আসেনি।
এজন্য কলেজ কর্তৃপক্ষ এটাকে অলৌকিক বলে অভিহিত করেছেন। তবে এর একটা ব্যাখ্যাও দিয়েছেন তারা। বলছেন, বিষয়টি অপ্রচলিত হলেও নারী সাপের পক্ষে পার্থেনোজেনেসিস নামে পরিচিত একটি প্রক্রিয়ায় অযৌন প্রজনন করা সম্ভব।
 
রোনালদোর দেখভালের দায়িত্বে রয়েছেন পোর্টসমাউথ কলেজের টেকনিশিয়ান পিট কুইনলান। তিনি বলেন, 

আমি প্রায় নয় বছর আগে সংরক্ষিত বনাঞ্চল থেকে রোনালদোকে উদ্ধার করি।

দুই বছর আগে পোর্টসমাউথ কলেজের প্রাণীদের দেখাশোনা করার দায়িত্ব পান কুইনলান। পরে তিনি তাঁর কাছে থাকা রোনালদোকেও সেখানে আনেন। 
 
কুইনলান জানান, রোনালদো যে দিন ১৪টি সাপের জন্ম দেয় সেদিন তিনি  ছিলেন না। এক শিক্ষার্থী প্রথম বিষয়টি খেয়াল করেন। তার মাধ্যমে জানতে পারেন কুইনলান।