ঢাকা বৃহঃস্পতিবার, ১৮ই এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১


ভোলায় গ্রীস্মকালীন সবজির বাম্পার ফলন


১ সেপ্টেম্বর ২০১৮ ০৫:০৩

ভোলায় চলতি মৌসুমে গ্রীস্মকালীন সবজির বাম্পার ফলন হয়েছে।

ভোলার সাতটি উপজেলায় সাড়ে ৪ হাজার হেক্টর জমিতে সবজি আবাদের লক্ষ্যমাত্রা ছিল। এর বিপরীতে আবাদ হয়েছে ৭ হাজার ৪৭০ হেক্টর জমিতে।

এছাড়া ৯৯ হাজার মেট্রিক টন গ্রীস্মকালীন শাক-সবজি উৎপাদনের টার্গেটের মধ্যে উৎপাদন হয়েছে ১ লাখ ৭৫ হাজার ৭১০ মেট্রিক টন।

গ্রীস্মকালীন সবজির দাম ভালো থাকায় এবং অধিক ফলনে এ বছর হাসি ফুটেছে কৃষকের মুখে।

ভোলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: হুমায়ুন কবির জানান, গ্রীস্মকালীন সময়ের সবজির আবাদ সাধারণত মার্চের মাঝামাঝি থেকে শুরু হয়ে চলে জুন মাস পর্যন্ত। বিষমুক্ত সবজি উৎপাদনে সেক্স ফেরোমন ফাঁদের ব্যবস্থা করায় দিন দিন এখানে সবজির উৎপাদন বাড়ছে।

ধনীয় ইউনিয়নের তুলাতুলী এলাকার কৃষক ইছমত কাদের বলেন, গ্রীস্মকালীন সবজির দাম এবার ভালো ছিলো। শসা, কুমড়া, বরবটি ও বেগুনের ফলনও হয়েছে ভালো।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুশান্ত কুমার সাহা জানান, সরকারের নতুন নতুন উদ্যেগের ফলে জেলায় গ্রীস্মকালীন সবজির বাম্পার ফলন হয়েছে।

একেএ