ঢাকা শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৬ই চৈত্র ১৪৩০

পাকিস্তানে আটক ভারতীয় পাইলট মুক্তি পাচ্ছেন বিকেলে 


২ মার্চ ২০১৯ ০১:২৭

নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে হামলা চালানোর সময় ভূপাতিত হওয়া ভারতের যুদ্ধবিমানের পাইলট অভিনন্দনকে ফিরিয়ে দিচ্ছে পাকিস্তান। এদিকে ভারতের পক্ষ থেকেও অভিনন্দনকে ফিরেয়ে নিতে সব প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে।

শুক্রবার বিকেলে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ওয়াঘাহ সীমান্ত দিয়েই দেশে ফিরবেন অভি নন্দন।

এ বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, বিকেল ৩-৪ টার মধ্যেই মুক্তি পেয়ে যাবেন অভি নন্দন।

ওয়াঘাহ সীমান্তে পাইলটকে গ্রহণ করবেন ভারতীয় বিমান বাহিনীর কর্মকর্তারা। এরইমধ্যে তার পরিবারের সদস্যরা চেন্নাই থেকে দিল্লীতে পৌঁছেছেন।

এর আগে বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন, শুক্রবার তাকে ভারতের কাছে হস্তান্তর করা হবে। তবে হস্তান্তর প্রক্রিয়া এবং তার সময় নিয়ে কিছু বলেননি তিনি।

কাশ্মীরের পুলওমায় জঙ্গি হামলার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। জঙ্গি হামলার প্রতিশোধ নিতে বুধবার ভারত নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে পাকিস্তান ভূ-খণ্ডে আক্রমণ করে। এসময় ভারতীয় বিমান বাহিনীর দুটি যুদ্ধবিমান ভূপাতিত করে পাইলট অভি নন্দনকে আটক করে পাকিস্তান।