ঢাকা শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


ক্ষিপ্ত কুকুরের ভয়ে পালালো চিতাবাঘ (ভিডিও)


৮ সেপ্টেম্বর ২০১৮ ১৬:২৯

স্বাভাবিক ভাবে একটি কুকুরের পক্ষে কোনভাবেই সম্ভব নয় চিতা বাঘের সঙ্গে লড়াইয়ে পেরে ওঠা। তবে এমনটাই হতে দেখিয়েছে মেঠোপথের ওপর আরামসে ঘুমিয়ে থাকা একটি কুকুর। ঠিক যেন এক অসতর্ক মুহূর্তে একটি চিতা আক্রমণ করে বসে তার ওপর।

কিন্তু চিতার থাবা আঘাত হানার ঠিক আগ মুহূর্তে উঠে দাঁড়িয়ে তা প্রতিহত করে কুকুর। এমন অপ্রত্যাশিত প্রতিক্রিয়ায় ভয় পেয়ে যায় চিতা। হতভম্ব হয়ে বুঝতে চেষ্টা করে পরিস্থিতি। অন্যদিকে অনবরত ‘ঘেউ’ ‘ঘেউ’ করতে থাকে কুকুর যতক্ষণ না পর্যন্ত দৃষ্টিসীমা থেকে চিতার প্রস্থান ঘটে।

এই অভূতপূর্ব ঘটনাটি ভারতের রাজস্থানের একটি সাফারি পার্কের। আর পুরো ঘটনাটি ভিডিওবন্দি করেন সেখানে ভ্রমণরত কয়েকজন পর্যটক।

ঘটনার প্রত্যক্ষদর্শী কুনাল জানিয়েছেন, গাছের ডালে বসে থাকা চিতাটিকে দেখে আমরা জিপ দাঁড় করাই। এমন সময় একটি জংলি কুকুর এসে জিপের সামনে পথের মধ্যে শুয়ে পড়ে। মাত্র ১০ ফুট দূরত্বের চিতাটিকে সে লক্ষ্যই করেনি।

জানা যায়, স্থানীয় গাইডরা দেড় বছর বয়সের চিতাটির নাম দিয়েছেন ‘জুলিয়েট’। ঘটনার পর কুকুরটিকে নিরাপদে সাফারি পার্কের বাইরে নিয়ে যান পর্যটকরা।

আরআইএস