ঢাকা বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


পুরোহিতের কণ্ডে তুলকালাম (ভিডিও)


১ সেপ্টেম্বর ২০১৮ ২১:৩২

বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। সমাজে এমন একটি প্রবাদ প্রচলিত আছে। তবে সেই বিশ্বাস যখন অন্ধ ও মূর্খতায় রূপ নেয় তখনই হয় গণ্ডগোল। বক্তদের সঙ্গে পুরহিতের তেমনি এক কাণ্ডে বেঁধে তুলকালাম। শত শত ভক্তের মাথায় নারিকেল ফাটিয়ে ইশ্বরকে কাছে পাবার রাস্তা করে দিচ্ছেন তিনি। কিন্তু সমস্যার সূত্রপাত তখনই হয় যখন ভক্তদের মাথা থেকে রক্ত পড়লেও তাদের চিকিৎসায় বারণ করেন পুরহিত।

ঘটনাটি ঘটেছে ভারতেরে তামিলনাড়ু রাজ্যের মহাদানপুরমে। সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় হয়ে পড়েছে ভাইরাল!

ওই ভিডিওটি গত ৪ আগস্টের। সেখানকার হিন্দু-তামিল সম্প্রদায়ের বাৎসরিক আগি পেরুক্কু উৎসব কষ্টস্বীকারের জন্য বিখ্যাত। মাথায় নারকেল ভাঙার সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্যকর্মীরাও। আহতদের চিকিৎসা পরিষেবা দেয়ার জন্য নেয়া হয়েছিল যাবতীয় ব্যবস্থা। অনেকের মাথা ফেটে রক্তপাত হতে থাকলেও চিকিৎসা করাতে রাজি হননি। কারণটা ওই কষ্ট স্বীকার। ঈশ্বরের উদ্দেশে এমন লৌকিক কষ্ট স্বীকারের পর চিকিৎসা করালে ঈশ্বরকে অপমান করা হবে, এমন মানসিকতা থেকেই এই সিদ্ধান্ত!

এদিকে এ রীতি পালনে বেশকয়েক জন ভক্ত মারাত্মভাবে আহত হওয়ায় নিন্দা জানিয়েছে রাজ্যের মানবাধিকার কমিশন।

দেখুন ভিডি...

এসএ