ঢাকা শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৬ই চৈত্র ১৪৩০


একাদশে যাকছেন যারা


১৪ সেপ্টেম্বর ২০১৮ ১৯:৩৭

ফাইল ছবি

শনিবার (১৫ সেপ্টেম্বর) শুরু হচ্ছে এশিয়া কাপ। বাকি আছে মাত্র কয়েক ঘণ্টা। প্রস্তুতি সেরে নিচ্ছেন সব অংশগ্রহণকারী দল। গত তিন আসরে দুইবার ফাইনালে উঠেও শিরোপার স্বাদ পায়নি লাল সবুজের জার্সিধারীরা। সর্বশেষ আসরে নিজেদের মাঠে ভারতের কাছে হেরে শিরোপা বঞ্চিত হয় বাংলাদেশ। টাইগাররা এবার আরব আমিরাত যাচ্ছে শিরোপাকে স্পর্শের লক্ষ্য নিয়ে।

গ্রুপ পর্বে টাইগাররা শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে লড়বে। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তাই এখন থেকেই স্কোয়াড নিয়ে টাইগার ভক্তদের মনে প্রশ্ন- শ্রীলঙ্কার বিপক্ষে কেমন হবে সেরা একাদশ?

মুশফিক, মাশরাফি, তামিম, সাকিব ও মাহমুদউল্লাহ- এই পাঁচ নাম দলের নিয়মিত মুখ। সঙ্গে থাকছেন মোস্তাফিজও।

তামিমের সঙ্গে ওপেনিংয়ে থাকতে পারেন লিটন দাস। যদিও তামিমের ইনজুরি আছে কিছুটা, তবে খেলবেন না বা খেলতে পারবেন না এমন কথা শোনা যায়নি এখনও। তবে বিসিবিও তামিমের খেলার বিষয়টি নিশ্চিত করেছে। তামিমের ইনজুরি নিয়ে তেমন কোনো দুশ্চিন্তা নেই। বিসিবি জানায়, বিশ্বকাপের কথা মাথায় রেখে তামিম-লিটন জুটিকেই এশিয়া কাপে ওপেনিংয়ে দেখা যাতে পারে। তাছাড়া শুরুতেই বামহাতি-ডানহাতি কম্বিনেশন ক্রিকেট বিশ্বে বেশ জনপ্রিয়।

সাকিবের স্বাচ্ছন্দ্য তিনে। বিগত কয়েকটি সিরিজে তিন নম্বর পজিশন ভাল ব্যাট চালিয়েছেন সাকিব। এই পজিশনে রানও পাচ্ছেন তিনি। এরপর চারে মুশফিক। পাঁচে এবার মোসাদ্দেককে খেলানো হতে পারে। কারণ শেষ দিকে স্লগ ওভারে মাহমুদউল্লাহর মতো একজন ব্যাটসম্যান প্রয়োজন। সেক্ষেত্রে মাহমুদউল্লাহ খেলবেন ছয়ে। আর সাতে সাব্বিরের বদলে সুযোগ পাওয়া আরিফুল হক। সবশেষ বিপিএলে তাঁর নিখুত ফিনিশিং এবং শেষের দিকে দ্রুত রান তোলার প্রশংসা করেছে সবাই। শেষ দিকে রিয়াদ-আরিফুল জুটি জমে উঠলে দ্রুত রান আসবে স্কোর বোর্ডে। আর আটে মাশরাফি। বিগত কয়েকটি সিরিজেও এই পজিশনে খেলেছেন টাইগার কাপ্তান।

তবে মোসাদ্দেকের জায়গায় স্কোয়াডে সুযোগ পাওয়া মমিনুল বা মোহাম্মাদ মিঠুনকেও দেখা যেতে পারে। আয়ারল্যান্ডের ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ `এ` দলের হয়েদারুণ খেলেছেন তিনি। যেখানে তাঁর স্ট্রাইক রেট ছিল ১১৬।

টাইগারদের সম্ভাব্য সেরা একাদশ

মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন সৈকত/মমিনুল হক/মোহাম্মাদ মিঠুন, মেহেদি হাসান মিরাজ/নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।

এমএ