ঢাকা শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৮ই বৈশাখ ১৪৩১


পার্থ টেস্টে নিয়ে মুখ খুললেন কোহলি


১৯ ডিসেম্বর ২০১৮ ০৪:৪৯

ছবি সংগৃহিত

টেস্টে চার ম্যাচ সিরিজে ১-১ এ সমতা আনলো অস্ট্রেলিয়া । এই টেস্টে জিতলেই রেকর্ড হতো ভারতের তা আর হল না ।এই সমীকরণ সামনে রেখে ১৪৬ রানের বড় ব্যবধানে হেরে গেল টিম ইন্ডিয়া।


সংবাদ সম্মেলনে কোহলি বলেন, দ্বিতীয় টেস্টে স্পিনারদের ব্যবহার না করায় আমরা বাজে ভাবে হেরেছি ।তিনি আরও বলেন ৪ জন পেসারই খেলা জেতাতে সাহায্য করবে বলে মনে করেন। এটা তার ভুল চিন্তা ছিল।


প্রথম দিকে ভাল শুরু করলেও স্পিনারদের দাপটে নড়বড়ে হয়ে যায় ভারতীয় ব্যাটিং অর্ডার। একা নাথায় লায়ন ৩ উইকেট নেন ৩৯ রান দিয়ে। এছাড়াও ৩ উইকেট নেন মিচেল স্টার্ক। পুরো সিরিজে লায়ন শিকার করেন ১৬ উইকেট।

 

কোহলি বলেন ,নাথায় লায়ন পুরো ম্যাচটায় সত্যিই দারুণ বল করেছেন । আমরাও জাদেজাকে খেলাতে পারতাম ।

 

অন্যরা ভাল না করলেও ১২৩ রান করেছিলেন বিরাট কোহলি। এক প্রশ্নের উত্তরে বিরাটের স্পষ্ট বলেন, জিততে না পারলে ব্যক্তিগত পারফর্মেন্স দিয়ে কি হবে ? আমরা এখন আগামী খেলার দিকে ফোকাস দিতে চায় ও ভালো খেলে দলকে জয় এনে দিতে মরিয়া।

শেষ পর্যন্ত দুই ইনিংসে মোট ৮ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন লায়ন ।

 

এফ,আর