ঢাকা বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


যেসব দেশে সমকামীদের রক্ষা নেই


১২ সেপ্টেম্বর ২০১৮ ২২:৩৪

ভারতের মত একটি রক্ষণশীল দেশেও সমকামিতাকে ‘অপরাধ’ বলতে চান না দেশটির কর্তৃপক্ষ। তাই সম্প্রতি দেশটির সর্বোচ্চ আদালত সমকামিতার পক্ষে এক ঐতিহাসিক রায় দিয়েছেন। দেশটিতে প্রচলিত আগের আইনে `অপ্রাকৃতিক যৌনতা`র অপরাধে কোনও ব্যক্তির ১০ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান ছিল এতদিন।

বিশ্বের বেশ কয়েকটি দেশে সমকামিতা একটি শাস্তিযোগ্য অপরাধ। এমনকি এই অপরাধে মৃত্যুদণ্ডও হতে পারে সমকামীদের।

সৌদি আরব, সুদান, ইয়েমেন এবং ইরানে সমকামিতাকে ‘ভয়ানক’ অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। দেশগুলোতে রাষ্ট্রীয়ভাবে সমকামিতার শাস্তি মৃত্যুদণ্ড।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, নাইজেরিয়া এবং সোমালিয়ার কিছু কিছু প্রদেশে সমলিঙ্গের সম্পর্কের জন্য মৃত্যুদণ্ডের বিধান রেখেছে দেশগুলোর সরকার।

ৎআফগানিস্তান, পাকিস্তান, আরব আমিরাত, কাতার ও মৌরিতানিয়াতেও সমকামিতার জন্য প্রাণদন্ডের বিধান রয়েছে বলে জানা যায়। তবে তারা এই শাস্তি কার্যকরের জন্য সেভাবে পরিচিত নয়।

বিবিসির প্রতিবেদনে আরো বলা হয়, সমকামিতাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়, জাতিসংঘভুক্ত এমন দেশের সংখ্যা ৭১ টি। এই অপরাধের জন্য কারাদণ্ড, অর্থদণ্ড, বেত্রাঘাতসহ বিভিন্ন শাস্তির বিধান রয়েছে সেসব দেশে।

এমএ