ঢাকা শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


ঢাকায় বৃন্দাবনের বিখ্যাত প্রেম মন্দির


১০ অক্টোবর ২০১৮ ০৮:৩২

রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইন্সটিটিউশন (কেআইবি) প্রাঙ্গণের পাশেই বিশাল আকারে তৈরি করা হয়েছে পূজামণ্ডপ। মঙ্গলবার (৯ অক্টোবর) বিকেলে মণ্ডপ ঘুরে দেখা যায়, উৎসব ঘিরে বিরাজ করছে আনন্দ ও উচ্ছ্বাসের আবহ। এখানে বর্ণিল পূজামণ্ডপটি তৈরি করেছে সনাতন সমাজকল্যাণ সংঘ। প্রতিষ্ঠানটির উদ্যোগে এটি ২৮তম আয়োজন।

এবার মণ্ডপটি তৈরি করা হয়েছে বৃন্দাবনের বিখ্যাত প্রেম মন্দিরের আদলে। এ প্রসঙ্গে সনাতন সমাজকল্যাণ সংঘের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেন, ‘প্রেমেই ভক্তি প্রেমেই ঈশ্বর। আমরা বিশ্বাস করি জীবে প্রেম করে যেজন, সেজন সেবিছে ঈশ্বর। এ ধারণাটা রেখেই আমরা এবার বৃন্দাবনের বিখ্যাত প্রেম মন্দিরের আদলে শারদীয় দুর্গা উৎসবের পুজো মণ্ডপ সাজিয়েছি।’

এবার সনাতন সমাজকল্যাণ সংঘের শারদীয় দুর্গা উৎসবের স্লোগান হচ্ছে ‘সনাতনের দুর্গাপূজায় করব আমরা সকল তীর্থ।’ এই স্লোগানের অর্থ ব্যাখ্যা করে সনাতন সমাজকল্যাণ সংঘের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেন, ‘বাংলাদেশে বহু সনাতনধর্মী আছে যারা বয়স জনিত কারণে কিংবা অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে ভারতবর্ষের সনাতন ধর্মাবলম্বীদের যে তীর্থস্থান গুলো আছে সেগুলো ভ্রমণ করতে পারেন না। তাই আমাদের এ পূজা মণ্ডপের আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের তীর্থস্থান যেমন কালীঘাট, দক্ষিণেশ্বর মন্দির, মায়াপুর মন্দির, গয়া, কাশি, মথুরা, বৃন্দাবন সহ সকল তীর্থ স্থানের মন্দির এখানে থাকবে। যাতে যারা বয়স জনিত কারণে বা অর্থনৈতিক কারণে তীর্থে যেতে পারেন না, তারা এসে এ মন্দিরগুলো পরিদর্শন করার মধ্য দিয়ে তাদের মনের তীর্থ করার সুপ্ত বাসনা পূর্ণ করতে পারেন।’

দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয় গত ৮ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে। আগামী ১৫ অক্টোবর সোমবার ষষ্ঠীপূজা আরম্ভ। জাঁকজমক পূর্ণভাবে সারা দেশে একযোগে শুরু হবে দুর্গাপূজার মহাযজ্ঞ। ষষ্ঠীপূজার মধ্য দিয়ে মর্তে আগমন ঘটবে দেবী দুর্গার। পরদিন ১৬ অক্টোবর মহাসপ্তমীপূজা এবং ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে মহা-অষ্টমী ও সন্ধিপূজা। ১৮ অক্টোবর মহানবমীপূজায় থাকবে আরতি প্রতিযোগিতার আয়োজন। ১৯ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আগামী বছরে দেবী দুর্গার আগমনের অপেক্ষায় শেষ হবে এবারের দুর্গোৎসব।

এমএ