ঢাকা শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৬ই চৈত্র ১৪৩০


ড. কামালকে সবকিছু দিয়ে দিলেন তারেক


২০ সেপ্টেম্বর ২০১৮ ২০:০৪

ফাইল ছবি

ঘটনা বুধবারের (১৯ সেপ্টেম্বর)। ঘড়িতে তখন রাত সাড়ে ১০টা। এ সময় গণফোরাম নেতা ড. কামাল হোসেনকে ফোন দিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ফোনে ফখরুল কামালকে জানান, ‘লন্ডন থেকে তারেক সাহেব আপনার সঙ্গে কথা বলতে চান। আপনি যদি স্যার তার ফোনটা একটু ধরেন।’

ড. কামাল রাজি হলেন, ঠিক পাঁচ মিনিট পরই ড. কামালের মুঠোফোন বেজে উঠল। ফোন ধরলেন ড. কামাল। দুজনের কথা হলো প্রায় পাঁচ মিনিট। তারেক ড. কামালকে ধন্যবাদ জানালেন, জোট গড়ার জন্য। এ সময় তারেক ফোনে বললেন, আজ থেকে আপনিই বিএনপির নেতা। বিএনপির দায়িত্ব আপনার হাতে তুলে দিলাম। আপনি আমার পিতৃ-সমতুল্য।’

এ সময় রাজনৈতিক ঐক্য নিয়ে মুখ খুললেন ড. কামাল। তিনি বললেন, ‘জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্যও ঐক্যের বিকল্প নেই। খুব শিগগিরই জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে। এই সরকারের পতন হবে।’

ওই ফোনালাপের পর পরই ড. কামাল হোসেন শর্তহীনভাবে বিএনপির সঙ্গে ঐক্যে রাজি হন। বিএনপি মহাসচিবকে ফোন করে, এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দিতে বলেন। রাত ১১ টায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ব্যাপারে সংবাদমাধ্যমকে আনুষ্ঠানিক ঘোষণা দেন।

এমএ