ঢাকা শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১


সরকার চাপে নতি স্বীকার করবে না


১৪ সেপ্টেম্বর ২০১৮ ২২:৪৩

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ফাইল ফটো

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির লবিস্ট নিয়োগের এত টাকা কোথা থেকে এসেছে? সরকার কারো চাপে নতি স্বীকার করব না।

শুক্রবার (১৪ সেপ্টেম্বর) ধানমন্ডিতে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের ১০ বছর পূর্তি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে বাংলাদেশের সামগ্রিক বিষয় অবহিত করতে বিএনপি ওয়াশিংটনে একটি ‘লবিস্ট ফার্ম’ ভাড়া করেছে’_ বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) এমন খবর প্রকাশ করেছে রাজনীতিবিষয়ক ম্যাগাজিন ‘পলিটিকো’।

এ বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে সেতুমন্ত্রী বলেন, বিএনপি সব আন্দোলনে ব্যর্থ হয়েছে। এখন দলটির কয়েকজন নেতা অভিযোগ করতে জাতিসংঘে গেছেন। ওয়াশিংটনে দুটি প্রতিষ্ঠানের সঙ্গে লবিংয়ের জন্য বিএনপি চুক্তিবদ্ধ হয়েছে। একবার ২০ হাজার ডলার, আবার প্রতি মাসে ৩৫ হাজার ডলারের বিনিময়ে লবিস্ট নিয়োগ করেছে বিএনপি। এটা কি তারা পারেন? এটার কোনো প্রয়োজন আছে?’

ওবায়দুল কাদের বলেন, বিএনপি লবিস্ট নিয়োগ করে যুক্তরাষ্ট্র সরকারের কাছে লবিং করবে আমাদের চাপ দেওয়ার জন্য, বাংলাদেশ সরকারকে চাপ দেওয়ার জন্য। আমি স্পষ্টভাবে বলতে চাই, আমাদের গণভিত ও আমাদের শেকড় দুর্বল নয়। আমাদের শেকড় বাংলাদেশের মাটির অনেক গভীরে। আমাদের চাপ দিতে পারে বাংলাদেশের জনগণ। আমরা অন্য কারও চাপের কাছে নতি স্বীকার করব না।’

এমআর