ঢাকা শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রীর ৮ নির্দেশ


২১ জানুয়ারী ২০১৯ ০১:৪৩

ফাইল ফটো

জঙ্গিবাদ, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সব কর্মকর্তাদের কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা বলেন, ‘৭৫ পরবর্তী সরকার দেশে দুর্নীতির গোড়াপত্তন করেছে। সমাজকে এ ব্যাধিমুক্ত করতে হবে। ’

আজ রোববার সকাল ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

১. সন্ত্রাস ও জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রাখতে হবে।
২. মাদকের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে।
৩. সমাজ থেকে দুর্নীতি দূর করতে হবে।
৪. স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লোকবল অনুযায়ী যানবাহন, জলযান ও পরিবহন সুবিধা নিশ্চিত করা হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট দফতরগুলোকে অবশ্যই পরিকল্পনা মাফিক চাহিদাপত্র প্রণয়ন করতে হবে।৫. যানজট নিরসনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।
৬. আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক নিরাপত্তা বজায় রাখতে হবে।
৭. মানুষের জীবনের জানমাল নিরাপত্তাসহ সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশ ধরে রাখতে হবে।
৮. উপজেলা পর্যন্ত সরকারি কর্মকর্তাদের আবাসন সংকট নিরসন করা হবে। এজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, কর্মকর্তাদের বেতন বাড়ানো হয়েছে; করা হয়েছে আবাসনের ব্যবস্থা। তাই কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না।

জঙ্গিবাদ সৃষ্টিতে বিএনপি-জামায়াত সরকারের প্রচ্ছন্ন সহায়তা ছিল বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।এ সময় মাদকের ব্যাপারে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি ব্যাপকভাবে মাদকবিরোধী অভিযান চালানোর ওপর জোর দেন শেখ হাসিনা। তিনি বলেন, প্রযুক্তির সহায়তায় গোয়েন্দা সংস্থা ভালো কাজ করছে।