ঢাকা শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


এরশাদ চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন রোববার


১৯ জানুয়ারী ২০১৯ ০৭:৪৬

ফাইল ফটো

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের শারীরিক অবস্থা খুবই নাজুক হয়ে পড়েছে। চিকিৎসার জন্য আগামী রোববার (২০ জানুয়ারি) দুপুরে তাকে ফের সিঙ্গাপুরে নেওয়া হবে।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আজম খান সাংবাদিকদের এরশাদের সিঙ্গাপুরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০ তারিখ দুপুরে চিকিৎসার জন্য দলীয় প্রধান এরশাদ সিঙ্গাপুরে যাচ্ছেন।

একাদশ জাতীয় নির্বাচনের আগে গত বছরের ১২ ডিসেম্বর ‘উন্নত চিকিৎসার জন্য’ সিঙ্গাপুরে গিয়েছিলেন এরশাদ। জয়ী হওয়ার পর দেশে ফিরে শপথও নেন। কিন্তু এরপর থেকেই তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন।

দলীয় সূত্র জানায়, এরশাদের শারীরিক অবস্থা খুবই নাজুক। চার দিন পর পর তাকে রক্ত দিতে হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরে রক্ত উৎপাদন কমে গেছে। যদি তার শারীরিক অবস্থা আরও খারাপ হয় তবে রোববার তাকে সিঙ্গাপুরে নেওয়া হবে না, পরে বিকল্প ব্যবস্থা করা হবে।

এদিকে এরশাদের অবর্তমানে দলের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হচ্ছে দলের কো-চেয়ারম্যান জি এম কাদেরকে।